About Bapesas

সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে মানুষের জীবন ধারায়। তথ্য প্রযুক্তির বদৌলতে প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতেও স্মার্ট ফোন। সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় প্রযুক্তির ছোঁয়ায় এসেছে ব্যাপক পরিবর্তন। সেই ধারার সাথে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ সরকারের সাথে তাল মিলিয়ে পেশাগত সাংবাদিকদের নিযে ডিজিটাল ফরমেটে ঐক্যবদ্ধ প্লাটফর্ম গড়ার লক্ষ্য নিয়ে ২০১৮ সনে প্রতিষ্ঠালাভ করে বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক কো-আপারেটিভ সোসাইটি লিঃ (বাপেসাস)। এর মূল লক্ষ্য পেশাজীবী সাংবাদিক ও সংবাদকর্মীদের পেশাগত মানউন্নয়নের মাধ্যমে সমাজ, পরিবার তথা রাষ্ট্রের সামগ্রীক উন্নয়নে কাজ করা। এটি বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সমবায় অধিদপ্তর কর্তক নিবন্দিত একটি জাতীয় সমবায় প্রতিষ্ঠান। যার নিবন্ধন নম্বর স অ ০১/১৮। সেই থেকে সাংবাদিকদের পেশার মান উন্নয়ন, তাদের অধিকার আদায় ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে বাপেসাস।